SebaBanner

হোম
শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা

Suicide
টাঙ্গাইল: ঘাটাইল উপজেলায় শিশুপুত্রকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক বাবা। পুলিশ বাবা ছেলের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার জামুরিয়া ইউনিয়নের মধ্যকাত্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের কাত্রা গ্রামের আব্দুল গফুরের ছেলে রনজু মিয়া (২৫) ও তার শিশুপুত্র শাহিন (২)। পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে রনজু মিয়া তার স্ত্রী শামীমা ও ছেলে শাহিনকে নিয়ে বাড়ির পাশের আনিছুর রহমানের রাইচ মিলে ধান ভাঙাতে যায়। ধান ভাঙাতে দেরি হওয়ায় রনজু তার ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসে। এসে ছেলেকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে বালিশ ও পিঁড়ি দিয়ে ঢেকে রাখে। এরপর নিজে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। দুপুর দুটার দিকে রনজুর স্ত্রী শামীমা ধান ভাঙিয়ে বাড়ি ফিরে ছেলে শাহীনের লাশ বালিশচাপা অবস্থায় ও স্বামীর লাশ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা সেখানে জড়ো হয়। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে। রনজুর মা রানী বেগম জানান, ৫/৬ মাস ধরে রনজু মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। মা -চাচাসহ পরিবারের লোকজনের ধারণা মানসিক ভারসাম্য হারিয়ে এ রকম ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে বলেন, বাবা ছেলের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মানসিক ভারসাম্যহীনতার কারণে এ ঘটনা ঘটেছে। তদন্ত করে দেখা হবে।

, ,

Home-About Us-Contact Us-Sitemap-Privacy Policy-Google Search