SebaBanner

হোম
চার বছর পর গানচিল


Event-Pic-1বিনোদন ডেস্ক: দীর্ঘ চার বছরের বিরতির পর ‘আসিফের কথায় মুনের গান’ এর মধ্য দিয়ে পুনরায় যাত্রা শুরু করলো অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল । একসময় সঙ্গীতশিল্পী নকীব খান, কুমার বিশ্বজিৎ, আসিফ ইকবাল এবং রেজাউর রহমান উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত ছিলেন। অবশেষে গানচিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফ্যাশন ডিজাইনার আফসানা আসিফের উদ্যোগে আবারও পথচলা শুরু করল।
‘আসিফের কথায় মুনের গান’ মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী, কর্পোরেট অতিথি, মিউজিকের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ এবং মিডিয়া থেকে অসংখ্য অতিথি উপস্থিত ছিলেন। মোড়ক উন্মুচোনের পর আকর্ষণীয় সঙ্গীত সন্ধ্যার মধ্য দিয়ে গানচিলকে নতুন করে দর্শকদের মাঝে তুলে ধরা হয় যা মূলত সঙ্গীতপ্রেমী এবং সঙ্গীত সাধকদের জন্য সাজানো হয়েছিলো। এ প্রজন্মের অন্যতম প্রতিভাবান গায়ক মুন গানগুলো গেয়েছেন। অপ্রকাশিত এই গানগুলো লিখেছেন গীতিকার আসিফ ইকবাল। মুনের বৈচিত্রময় গায়কী ও আসিফ ইকবালের প্রাণবন্ত কথা ও আবৃত্তির সঙ্গে অর্ন্তদৃষ্টি, দার্শনিকতা ও রোমান্টিকতায় মেশানো গানগুলো মিলনায়তন ভর্তি শ্রোতাদের আবিষ্ট করে রেখেছিল।
নতুন পথচলায় থাকছে গানচিল মিউজিক ক্লাব, গানচিল ডিজিটাল, গানচিল ডিস্ট্রিবিউশন এবং গানচিল কনটেন্ট। গানচিলের ডিজিটাল সংস্করণ নিয়েও এর বেশকিছু পরিকল্পনা আছে। বিশ্বব্যাপী অনলাইন রেডিওর মাধ্যমে সঙ্গীত ছড়িয়ে দেয়ার চিন্তা ভাবনা চলছে। এছাড়াও বিশ্বব্যাপী ডিজিটাল গান প্রচারের লক্ষ্যে এটি দেশীয় টেলিকম অপারেটরসমূহ এবং জেরোনাএন্টারটেইনমেন্টের সঙ্গে র্পাটনারশীপ করেছে।


Home-About Us-Contact Us-Sitemap-Privacy Policy-Google Search