SebaBanner

হোম
বৃষ্টিতে ভেসে যেতে পারে ওয়ানডে সিরিজ

যে বৃষ্টির কারণে ধুয়ে গেলো ফতুল্লা টেস্ট, সেই বৃষ্টিই এবার হুমকিতে ফেলছে ওয়ানডে সিরিজকে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা আছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। সোমবারের আবহাওয়ার খবর অনুযায়ী, রাজধানীসহ সারাদেশে আগামী তিন দিনে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ২৪ জুন পর্যন্ত বৃষ্টিপাত থাকবে বলেও জানানো হচ্ছে। অর্থাৎ, সিরিজের শেষ ম্যাচের দিনেও বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে বর্ষাকাল। এফটিপির সূচির কারণেই, বাংলাদেশের ইতিহাসে প্রথমবার জুনে টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছিলো ফতুল্লাতে, যার ফলাফল পাঁচ দিনের মধ্যে সবমিলিয়ে দুই দিন খেলতে পেরেছে বাংলাদেশ-ভারত।
বাংলাদেশ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৮, ২১ ও ২৪ জুন। মিরপুরে সবকটিই শুরু হবে দুপুর তিনটায়। বৃষ্টির মৌসুমকে মাথায় রেখে রাখা হয়েছে ‘রিজার্ভ ডে’।

, , , , , , , ,

Home-About Us-Contact Us-Sitemap-Privacy Policy-Google Search