SebaBanner

হোম
এ কে খন্দকারের জামিনের শুনানি ২৫ জুন

জাতীয় ডেস্ক:  বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বই লেখার অভিযোগে দায়ের করা মামলায় মুক্তিযুদ্ধের উপঅধিনায়ক ও সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার জামিনের আবেদন করেন।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনীরা সুলতানার আদালতে তিনি হাজির হয়ে জামিনের আবেদন করেন।
আদালত আগামী ২৫ জুন ধার্য্য তারিখে শুনানি করবেন বলে জানিয়ে দেন। যদিও মামলার শুনানির দিন ধার্য ছিল ২৫ জুনেই। কিন্তু ওই তারিখের আগেই বৃহস্পতিবার সকালে একে খন্দকারের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী মো. তারিকুল রউফ।
আইনজীবী তারিকুল বাংলামেইলকে জানান, আমার মক্কেল শারীরিকভাবে অসুস্থ। তাই ধার্য্য তারিখের আগেই জামিনের আবেদন করি। আদালত আমাদের কথা শুনেছেন এবং আগামী ২৫ জুন মামলার ধার্য্য তারিখেই জামিনের শুনানি করবেন।

,

Home-About Us-Contact Us-Sitemap-Privacy Policy-Google Search