SebaBanner

হোম
বকশীগঞ্জ হাইওয়ে থানার জমির দলিল হস্তান্তর।

জামালপুরের বকশীগঞ্জ হাইওয়ে থানার জমির দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার বিকালে বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ এলাকার জিয়াউল হক মনু মিয়া পুলিশের হাইওয়ে থানার নামে লিখে দেওয়া ২৫ শতাংশ জমির দলিল পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেসুর রহমানের (পান্না) হাতে হস্তান্তর করেন ।
এ উপলক্ষে স'ানীয় সুধীজনের সাথে এক মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেসুর রহমানের (পান্না)।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম, হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের পুলিশ সুুপার মো. শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান,  উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, বকশীগঞ্জ ইউএনও নার্গিস পারভীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, জমি দাতা জিয়াউল হক মনু মিয়ার পুত্র শাহজাহান মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, আওয়ামীলীগ নেতা আবু জাফর, অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান (পিপিএম), সাবেক প্রধান শিক্ষক আবিরুজ্জামান আক্কাছ, বিশিষ্ট সমাজ সেবক হামিদুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম মাওলা প্রমুখ।
উল্লেখ্য , বকশীগঞ্জ- রৌমারী সড়কের বকশীগঞ্জ গোয়ালগাঁও মৌজার চন্দ্রাবাজ এলাকায় হাইওয়ে থানা স'াপিত হবে।
সেলক্ষ্যে বকশীগঞ্জের কৃতি সন্তান পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেসুর রহমান (পান্না) কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠান শেষে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেসুর রহমান (পান্না) হাইওয়ে থানার জমিদাতা জিয়াউল হক মনু মিয়াকে উপহার সামগ্রী প্রদান করেন।

,

Home-About Us-Contact Us-Sitemap-Privacy Policy-Google Search