SebaBanner

হোম
বকশীগঞ্জে ব্র্যাক কর্মীদের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ।

বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতা


জামালপুরের বকশীগঞ্জে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কর্মীদের হস্তক্ষেপে মঙ্গলবার সন্ধ্যায় বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়ার নাম লিজা আক্তার (১৪)। সে বাট্টাজোড় মীর কামাল দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, বাট্টাজোড় ইউনিয়নের উঠানোপাড়া গ্রামের লিটন মিয়ার মাদ্রাসা পড়-য়া শিশু কন্যা লিজা আক্তারের  (১৪) সঙ্গে পাশ্ববর্তী বগার চর গ্রামের খলিলুর রহমানের পুত্র নুর আলমের (২৪) বিয়ে ঠিক হয়। দু’পক্ষের সম্মতিতে মঙ্গলবার সন্ধ্যায় বিয়ের সব আয়োজন সম্পন্ন হলে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ম্যানেজার সালমা আক্তার , ব্র্যাক মানবাধিকার কর্মসূচির ম্যানেজার মানিক মিয়া ও ব্র্যাকের পল্লী সমাজের সদস্যরা কনের বাড়িতে হাজির হয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেন।

,

Home-About Us-Contact Us-Sitemap-Privacy Policy-Google Search