SebaBanner

হোম
ইসলামী ব্যাংক কে সতর্ক করলো সাইবার ৭১

বাংলাদেশী হ্যাকার গ্রুপ সাইবার ৭১ দেশের শীর্ষস্থানীয় “ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড” কে অনলাইন ব্যাংকিং এর নিরাপত্তা জোরদারের তাগিদ দিয়ে সতর্কবার্তা দিয়েছে । গতকাল শুক্রবার রাতে তাঁদের অফিসিয়াল ফেসবুক পেইজে সতর্কবার্তাটি প্রচার করে। বার্তাটি হুবহু তুলে ধরা হলোঃ
“Islami Bank Bangladesh Ltd. প্রথমেই বাংলাদেশের অন্যতম সেরা ব্যাঙ্কের তালিকায় আপনাদের নাম আসায় অভিনন্দন জানাচ্ছি..।
ব্যাংকিং সেবা এমন এক ধরণের সেবা যেটির সফলতা নির্ভর করে সুযোগ সুবিধা, সহজ ব্যাবস্থা এবং সুষ্ঠু নিরাপত্তার উপর ভিত্তি করে। কিন্তু আফসোসের বিষয়, বাস্তবিক নিরাপত্তা ঠিক থাকলেও ভার্চুয়াল নিরাপত্তা আপনাদের বিন্দুমাত্র নেই। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে, যেখানে আপনাদের অনলাইনে অর্থ লেনদেন এবং অ্যাকাউন্ট মেইন্টেইনের ব্যাবস্থা রয়েছে সেখানে কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইট দুর্বল অবস্থায় ফেলে রাখেন??!! 
আপনাদের ওয়েবসাইটটি অনেক বেশি নিরাপত্তা ত্রুটিতে ভুগছে।
এই দুর্বলতাগুলো ঠিক না করলে বাংলাদেশ বা বাহিরের দেশের অসাধু হ্যাকাররা আপনাদের শুধু সাইটটির ক্ষতিই নয়, অনলাইনে লেনদেনকৃত সকল অর্থ হাতিয়ে নেবে।
তাই যত দ্রুত সম্ভব আপনারা ওয়েবসাইটটি নিরাপদ করে ফেলুন। বিস্তারিত জানতে বা যে কোন ধরণের সহায়তায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা নিজেদের স্বার্থেই ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন।
নিজে সতর্ক থাকুন, অপরকে নিরাপদ রাখতে উৎসাহিত করুন। “সাইবার ৭১” ।”

,

Home-About Us-Contact Us-Sitemap-Privacy Policy-Google Search